মালয়েশিয়ার কাওয়াগুচি ম্যানুফেকচারিং এসডিএন বিএইচডি কোম্পানিতে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা দীর্ঘদিন বেতন না পাওয়ার কারণে অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
বেতন সংক্রান্ত অসন্তোষ ও নির্যাতনের প্রতিবাদে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে এই কর্মসূচি পালন করেন। রোববার (১৫ ডিসেম্বর) এ বিষয়ে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, কোম্পানির বাংলাদেশি শ্রমিকরা গত সেপ্টেম্বর মাস থেকেই বেতন না পাওয়ার অভিযোগ করে আসছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে হাইকমিশন তাৎক্ষণিকভাবে কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক আয়োজন করে। সেখানে কোম্পানি প্রতিশ্রুতি দেয়, ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে বকেয়া বেতন পরিশোধ করা হবে।
প্রাথমিক পর্যায়ে হাইকমিশনের তত্ত্বাবধানে শ্রমিকদের একটি কিস্তির বেতন পরিশোধ করা হয়। কিন্তু এরপরও বকেয়া বেতন নিয়ে পুনরায় অসন্তোষ দেখা দিলে, হাইকমিশন কোম্পানির সঙ্গে আরেকটি জরুরি সভার আয়োজন করে। সেখানে কোম্পানি আর্থিক সংকট, উৎপাদন বন্ধ, এবং বিদেশি ক্রয় আদেশ বাতিলের বিষয়টি তুলে ধরে।
১৫ ডিসেম্বর রাতে, বেতন না পাওয়ার কারণে কাওয়াগুচি কোম্পানির শ্রমিকরা অফিস ঘেরাও করেন এবং কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) সুমন চন্দ্র দাশের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা পুলিশ ও কোম্পানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে মধ্যরাত ১২টা ৩০ মিনিটের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
১৬ ডিসেম্বর সকালে পুলিশের সহকারী পুলিশ কমিশনার, কোম্পানির কর্মকর্তারা এবং শ্রমিকদের প্রতিনিধিদের নিয়ে একটি নতুন সভা অনুষ্ঠিত হয়। সভায় সমস্যা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাইকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়, কারণ সেদিন জেটিকেএ (JTK) কর্তৃক দায়েরকৃত অভিযোগের শুনানি হবে।
বাংলাদেশ হাইকমিশন আশ্বাস দিয়েছে যে, শ্রমিকদের অধিকার ও সমস্যার সমাধানে তারা আন্তরিকভাবে কাজ করছে। তারা বকেয়া বেতন নিশ্চিত করতে এবং শ্রমিকদের কর্মসংস্থান রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের বেতন ও কর্মসংস্থান নিয়ে সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি। তবে হাইকমিশন আশা প্রকাশ করেছে যে, শিগগিরই একটি কার্যকর সমাধানে পৌঁছানো যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post