আকাশযুদ্ধে সক্ষমতা বাড়ানোর পথে আরও একধাপ এগিয়েছে ইরান। দেশটি সম্প্রতি নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধবিমান কাহের-৩১৩-এর সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। ইরানের সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফশিন খাজেফার্দ জানান, এই উন্নতি স্থানীয় প্রকৌশলীদের দীর্ঘমেয়াদি পরিশ্রমের ফল। তিনি বলেন, “কাহের-৩১৩ যুদ্ধবিমানকে চালকবিহীন ভার্সনে উন্নত করা আমাদের আভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
২০১৩ সালের ফেব্রুয়ারিতে একক আসনের স্টেলথ ফাইটার জেট কাহের-৩১৩ প্রথমবারের মতো উন্মোচন করে ইরান। এটি স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে সক্ষম। তবে এবার এর পাইলটবিহীন ভার্সনের সফল উড্ডয়ন ইরানের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন কর্মকর্তারা।
জেনারেল খাজেফার্দ আরও জানান, ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির কাজও চলছে। এই হেলিকপ্টারটি সম্পূর্ণ স্থানীয় প্রকৌশলীদের নকশায় তৈরি করা হয়েছে এবং শিগগিরই এটি উন্মোচিত হবে।
তবে আন্তর্জাতিক বিমান বিশেষজ্ঞরা ইরানের কাহের-৩১৩ এর নকশা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, এটি আদর্শ যুদ্ধবিমানের বৈশিষ্ট্য পূরণ করে না এবং পশ্চিমা বিশ্বকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কাহের-৩১৩ এর প্রযুক্তিগত সক্ষমতা এখনো যাচাইয়ের অপেক্ষায়।
ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে গেলেও, এই সফলতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post