বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন করে আশা ব্যক্ত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, তারেক রহমানের বিরুদ্ধে চলমান মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলো নিষ্পত্তি বা প্রত্যাহার হলে তিনি দেশে ফিরবেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুল এ তথ্য জানান। তিনি বলেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এছাড়াও প্রবাসী বাংলাদেশি ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
মির্জা ফখরুল জানান, লন্ডন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সফরের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে, তা অর্থবহ ও সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিতে জনগণকে এগিয়ে আসতে হবে।
আগামী নির্বাচনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল সহযোগিতা করছে। তিনি আশা প্রকাশ করেন, এই সরকার প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।
গত ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে লন্ডনে গিয়েছিলেন মির্জা ফখরুল। সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তারেক রহমানের দেশে ফেরা নির্ভর করছে বিচারিক প্রক্রিয়ার সমাপ্তি এবং গণতান্ত্রিক আন্দোলনের সাফল্যের ওপর। বিএনপি নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post