অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ভারতীয় নারী ক্রিকেট দলের জন্য ছিল হতাশার। সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে হারমানপ্রীত কৌরের দল। এর ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে শাস্তির মুখোমুখি হতে হলো ভারতীয় নারী দলকে।
আইসিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফারি ডেভিড গিলবার্টের সিদ্ধান্তে এ শাস্তি দেওয়া হয়। হারমানপ্রীত কৌর অভিযোগ স্বীকার করে নেওয়ায় শুনানির প্রয়োজন হয়নি।
৮ ডিসেম্বর ব্রিসবেনে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ভারত নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করে। আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের চেয়ে প্রতি এক ওভার কম বল করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হয় পার্থের ওয়াকা গ্রাউন্ডে। ভারত পুরো সিরিজেই অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে ব্যর্থ হয় এবং ১২২ রানে হারে দ্বিতীয় ওয়ানডেতে।
মাঠে দায়িত্ব পালনকারী আম্পায়ার ক্লেইরি পোসাক, ডোনোভান কোচ, তৃতীয় আম্পায়ার জ্যাকুলিন উইলিয়ামস এবং চতুর্থ আম্পায়ার ডেভিড টেলর স্লো ওভার রেটের অভিযোগ আনেন।
ভারতীয় নারী দলের জন্য সিরিজটি শুধু ফলাফলের দিক থেকেই নয়, শৃঙ্খলাজনিত কারণেও শিক্ষণীয় হয়ে থাকল। অস্ট্রেলিয়ার মাঠে এমন পারফরম্যান্স ভবিষ্যতে উন্নতির জন্য প্রেরণা হয়ে থাকবে বলে আশা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post