পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক নেতা, টিংকুর রহমান বিশ্বাস, মাত্র ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা এই কাজ সম্পন্ন করতে সক্ষম।
বুধবার (১১ ডিসেম্বর) মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতির দায়িত্বে থাকা টিংকুর রহমান বিশ্বাস তৃণমূলের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে।
টিংকুর রহমান বলেন, “১৫ মিনিটের জন্য সীমান্ত খুলে দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানরা বাংলাদেশ দখল করে নেবে। কোনো পুলিশ বা বাহিনী প্রয়োজন হবে না। আমরা যথেষ্ট শক্তিশালী এই কাজ করতে।”
তিনি আরও বলেন, “যে জাতি তাদের জাতির পিতাকে সম্মান করে না, মূর্তি ভাঙে, তাদের কাছ থেকে আর কী আশা করা যায়? আমাদের ৩২ কোটি মুসলিমের দরকার নেই, শুধু পশ্চিমবঙ্গের মুসলমানরাই যথেষ্ট।”
এই মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে, তৃণমূল কংগ্রেসের নেতাদের এমন মন্তব্যের ফলে বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একইদিনে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপে বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “বাংলাদেশে যারা সহিংসতার শিকার হচ্ছেন, তাদের সুরক্ষা দিতে হবে এবং যারা ভারতে আশ্রয় নিতে চান, তাদের ফিরিয়ে আনার দায়িত্ব কেন্দ্রের।”
তবে মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন, কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য ভুয়া ভিডিও প্রচার করছে। তিনি এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
বাংলাদেশ নিয়ে তৃণমূল নেতার এমন মন্তব্যে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এসব বক্তব্য কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post