দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতীয় পেঁয়াজের দাম গত দুই দিনে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, ক্রেতা সংকটের কারণে দেশীয় বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর ফলে ভারতীয় পেঁয়াজের দাম কমার প্রবণতা দেখা দিয়েছে, যদিও পেঁয়াজ আমদানি স্বাভাবিকভাবেই চলছে।
বাজার বিশ্লেষকদের মতে, দেশের অভ্যন্তরীণ পেঁয়াজের সরবরাহ পর্যাপ্ত থাকায় ভারতীয় পেঁয়াজের প্রতি ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে। পাশাপাশি, সাম্প্রতিক ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনও এ পরিস্থিতিতে প্রভাব ফেলেছে।
বিশেষ করে, বাংলাদেশি ক্রেতারা ভারতীয় পেঁয়াজ কিনতে অনাগ্রহী হওয়ায় বাজারে এর চাহিদা আরও কমে গেছে।
এ অবস্থায় পেঁয়াজ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, ক্রেতা সংকট অব্যাহত থাকলে ভারতীয় পেঁয়াজের দাম আরও হ্রাস পেতে পারে। এর ফলে ভারতের পেঁয়াজ রফতানিকারকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post