অ্যাডিলেডে চলমান ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচে মুহাম্মদ সিরাজ ও ট্রেভিস হেডের মধ্যে উত্তপ্ত মুহূর্তের পাশাপাশি আরেকটি বিতর্ক সৃষ্টি হয়েছে। এক ভারতীয় সমর্থককে স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা গ্যালারি থেকে বের করে দিয়েছেন, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সমর্থক গ্যালারিতে বসে একটি স্যান্ডপেপার প্রদর্শন করছিলেন, যা ২০১৮ সালের কেপটাউনে বল বিকৃতির কেলেঙ্কারির স্মৃতি ফিরিয়ে আনে। স্যান্ডপেপার প্রদর্শনের এই আচরণকে অস্ট্রেলিয়ার সমর্থকরা ভালোভাবে নেননি। তাদের অভিযোগের প্রেক্ষিতে নিরাপত্তারক্ষীরা ওই ভারতীয় সমর্থককে স্টেডিয়াম থেকে বের করে দেন।
স্টেডিয়াম থেকে বের হওয়ার সময়ও সমর্থকটি স্যান্ডপেপার প্রদর্শন করতে থাকেন এবং ভারতীয় সমর্থকরা তাঁকে সমর্থন জানিয়ে চিৎকার করেন। পাল্টা প্রতিক্রিয়া জানান অস্ট্রেলিয়ার সমর্থকরাও, যা স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে।
২০১৮ সালের সেই কেলেঙ্কারির কথা মনে করিয়ে দিলে দেখা যায়, কেপটাউনে অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যাঙ্করফ্ট বল বিকৃতির জন্য স্যান্ডপেপার ব্যবহার করেছিলেন। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারের নির্দেশে এই কাজ করা হয়েছিল, যা অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য এক কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে।
বর্তমানে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ১-১ সমতায় রয়েছে। পার্থে প্রথম টেস্ট ভারত জিতলেও অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সিরিজের বাকি তিনটি ম্যাচ উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করতে এগুলো নির্ণায়ক হতে পারে। তৃতীয় টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে।
এই ঘটনা শুধু মাঠের লড়াই নয়, বরং দর্শকদের আচরণ এবং তাদের প্রতিক্রিয়ার মাধ্যমে ক্রিকেট সংস্কৃতির ভিন্ন মাত্রা প্রকাশ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post