বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, এবং দিন দিন তা আরও তীব্র হয়ে উঠছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা বাংলাদেশকে বারবার হুঁশিয়ারি দিয়েছেন।
এবার, বিজেপি নেতা ও তেলেঙ্গানার বিধায়ক টি রাজা সিং বাংলাদেশকে সরাসরি হুমকি দিয়েছেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন করেছেন, যাতে ১৫ মিনিটের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়া হয়।
তার দাবি, এই সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর যেই “কথিত নির্যাতন” চলছে, তা বন্ধ করার জন্য ভারতের পক্ষ থেকে হস্তক্ষেপ করা প্রয়োজন।
এই বক্তব্য দেওয়ার পর, তিনি বাংলাদেশের পতাকাও টেনে ছিঁড়ে ফেলেন, যা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদনে জানা যায়, গত রোববার দক্ষিণ গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই দাবি তুলেছিলেন।
এ ঘটনার পর, দুই দেশের সম্পর্কের আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় রাজনীতিতে এ ধরনের বক্তব্য এবং সশস্ত্র হুমকি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post