বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে সিভিল সোসাইটি অব দিল্লি, যারা হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর সমর্থক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার তিন মূর্তি চক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
স্থানীয় সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ জানাচ্ছেন, মিছিলে প্রায় তিন থেকে চার হাজার মানুষ অংশগ্রহণ করেন। এই মিছিলে বিভিন্ন বয়সী পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ নারীও উপস্থিত ছিলেন।
তবে, প্রশ্ন উঠেছে যে, বিক্ষোভকারীদের বাংলাদেশ হাই কমিশন পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে কিনা, কারণ রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে। ফলে তারা এক জায়গায় দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেছেন।
মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশের হাতে প্ল্যাকার্ড দেখা যাচ্ছে, যেখানে লেখা রয়েছে—‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, বাঁচাও সনাতন!’, ‘বাংলাদেশ, একাত্তর মনে করো, জুলুমবাজি বন্ধ করো!’ এবং ‘সেভ বাংলাদেশি হিন্দু!’-সহ নানা প্রতিবাদী স্লোগান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post