বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “ভারত বর্তমানে জঙ্গিবাদের একটি আস্তানায় পরিণত হয়েছে। যেসব জঙ্গিদের তারা আশ্রয় দিচ্ছে, আমরা তাদের শত্রু হিসেবে বিবেচনা করি। ভারত যদি এভাবে তাদের সমর্থন অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা কঠিন হবে।”
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এটি আয়োজিত হয়েছিল সংগঠনটির সদস্য সচিব আরিফ সোহেলসহ নেতাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের প্রতিবাদ জানাতে এবং দোষীদের বিচারের দাবি জানিয়ে।
সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, “হাসিনা ভারতের বেতনভুক্ত কর্মচারী ছিলেন এবং ভারতের নির্দেশনা অনুযায়ী তিনি বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ধ্বংস সাধন করেছেন।” তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আক্রমণগুলো গোয়েন্দা সংস্থার ব্যর্থতারই প্রমাণ।
তিনি বলেন, “এ ধরনের আক্রমণকারীদের চিহ্নিত বা ধরার জন্য কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।”
৫ আগস্ট থেকে শুরু হওয়া বিভিন্ন হামলার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “এ পর্যন্ত কোনও আওয়ামী লীগ সদস্য মারা যায়নি। অথচ তারা আমাদের ওপর হামলা চালাচ্ছে।” তিনি আরও বলেন, ক্যান্টনমেন্ট থেকে ৬২৫ জনকে বিদেশে পাঠানো হয়েছে, যারা সহযোগিতা করেছে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সংখ্যালঘু সম্প্রদায় প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “বাংলাদেশবিরোধী শক্তিরাই সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। যদি কেউ সংখ্যালঘু কার্ড ব্যবহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তবে সেটি একটি বড় ভুল হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post