ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফেসবুক পেজের মাধ্যমে বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হজযাত্রীদের প্রতারণা করার অভিযোগে দুটি অবৈধ ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে একটি চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামক প্রতিষ্ঠান দুটি তাদের ফেসবুক পেজ খুলে নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে হজযাত্রী সংগ্রহের চেষ্টা করছে।
এসব বিজ্ঞাপনের মাধ্যমে তারা নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন-২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ অনুযায়ী একাধিক এজেন্সি মিলে হজ গ্রুপ গঠনের কোনো অনুমোদন নেই।
এতে আরো উল্লেখ করা হয়, আকবর হজ গ্রুপ বাংলাদেশ নামে একটি এজেন্সিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদন দিলেও, ওই এজেন্সির নানা অনিয়মের কারণে বর্তমানে সেটির কার্যক্রম বন্ধ রয়েছে।
তবে, ২০২৫ সালের হজে আকবর হজ গ্রুপ বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থাকলেও তারা ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে গ্রুপ খুলে হজযাত্রীদের আকৃষ্ট করছে। তারা হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দূরে হোটেল থাকার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য ৫ লাখ ৩ হাজার টাকার চাহিদা করছে।
এছাড়াও, “ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক” এবং উন্নতমানের সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারা হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছে।
এ পরিস্থিতিতে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’-এর ঢাকার অফিস বন্ধ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post