বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, তিনি একাধিকবার হতে পারবেন, তবে দুটি মেয়াদের বেশি নয়। এ বিষয়ে বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং আমরা এ সিদ্ধান্ত থেকে সরে আসবো না।”
শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর বিভাগের কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই কর্মশালায় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।
কর্মশালায় তারেক রহমান একে একে নেতাকর্মীদের প্রশ্নের উত্তর দেন এবং বলেন, “জনগণের আস্থা অর্জন এবং তা বজায় রাখার দায়িত্ব আমাদের সকলের। জনগণের বিশ্বাসে আঘাত এলে, দল কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি স্থিতিশীল ও সুদৃঢ় দেশ চায়, যেখানে সুষ্ঠু নির্বাচন হবে এবং জনগণের ভোটাধিকার পূর্ণরূপে সুরক্ষিত থাকবে।
নির্বাচনের ফলাফল যাই হোক, তা আমরা মেনে নেব। ক্ষমতায় আসলে আমরা সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করবো।”
তারেক রহমান বলেন, “বিএনপি এমন একটি নির্বাচন চায় যেখানে জনগণ নিরাপদ ও নির্ভয়ে ভোট দিতে পারবে। আমরা জনগণের সিদ্ধান্তকে সম্মান জানাবো এবং দেশে একটি জবাবদিহিতামূলক পরিবেশ সৃষ্টি করতে চায়।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post