ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। একইসঙ্গে শীতের তীব্রতা বাড়ায় জনজীবনও ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার প্রভাবে মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। নির্ধারিত সময়ে সকাল সোয়া ৭টায় অবতরণ ও সোয়া ৮টায় উড্ডয়নের কথা থাকলেও বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা-র ফ্লাইট বাতিল হয়নি, তবে তা কার্যকর করা সম্ভব হয়নি।
কুয়াশার কারণে ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটায় অন্তত ৫০ জন যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে, এখনো কোনো ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরের দিকে আবহাওয়া উন্নতি হলে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হতে পারে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রবিবার ভোর ৬টায় সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় ২০০০ মিটার দৃষ্টিসীমার পরিবর্তে মাত্র ৫০ মিটার ভিজিবিলিটি রয়েছে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক একেএম বাহাউদ্দিন জাকারিয়া বলেছেন, “আবহাওয়ার পরিস্থিতি উন্নত হলে বিমান চলাচল পুনরায় স্বাভাবিক হতে পারে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post