দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) এবং আরও কিছু সমমনা সংগঠন।
আগামী ১০ ডিসেম্বর এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, দিল্লি নাগরিক সমাজের ব্যানারে হাইকমিশন ঘেরাওয়ের আয়োজন করা হলেও মূল উদ্যোগটি আরএসএসের। সংগঠনের দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
রজনীশ জিন্দাল জানান, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। তার অভিযোগ, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নির্যাতনের ঘটনায় ভারতজুড়ে ক্ষোভ রয়েছে।
কর্মসূচিতে ২০০টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এতে তারা বাংলাদেশ হাইকমিশনে একটি স্মারকলিপি জমা দেবেন, যা জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও প্রেরণ করা হবে।
স্মারকলিপিতে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে। সংগঠকরা দিল্লির বাজার কমিটি, আবাসিক সংগঠন, চিকিৎসক, আইনজীবী, শিক্ষার্থী সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজকদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ উদ্যোগকে কেন্দ্র করে দিল্লি ও এর আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post