যুক্তরাজ্যে ছেলে শিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে ‘মুহাম্মদ’ শীর্ষে উঠে এসেছে, যা ইংল্যান্ড ও ওয়েলসে সরকারি পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের জন্য প্রকাশিত হয়েছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) এর তথ্য অনুযায়ী, ‘মুহাম্মদ’ নামটি এবার ‘নোয়াহ’কে পেছনে ফেলেছে এবং শীর্ষস্থানে অবস্থান করছে।
২০১৬ সাল থেকে ‘মুহাম্মদ’ নামটি প্রতি বছরই শীর্ষ ১০ জনপ্রিয় নামের মধ্যে রয়েছে, এবং ২০২২ সালে এটি দ্বিতীয় স্থানে ছিল। নামটির জনপ্রিয়তা মূলত নামের বিভিন্ন বানানের কারণে আরো বৃদ্ধি পায়, কারণ ইংরেজিতে মুহাম্মদ নামটির প্রায় ১৪টি ভিন্ন বানান প্রচলিত রয়েছে, যেমন ‘মহম্মদ’, ‘মোহাম্মদ’, ‘মোহামেদ’ ইত্যাদি।
ফলস্বরূপ, এই বিভিন্ন বানানগুলো যদি একত্রিতভাবে গণনা করা হতো, তবে মুহাম্মদ ২০১৭ সালে ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম হতো, যা ‘অলিভার’-এর থেকেও বেশি ছিল।
অন্যদিকে, ছেলে শিশুদের মধ্যে তৃতীয় সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে জায়গা পেয়েছে ‘অলিভার’, যা পূর্বে ‘জর্জ’ নামটিকে পিছনে ফেলেছে। মেয়ে শিশুদের মধ্যে শীর্ষ তিনটি নাম ছিল—‘অলিভিয়া’, ‘অ্যামেলিয়া’, এবং ‘ইসলা’, যা আগের বছরের মতোই অপরিবর্তিত ছিল।
বিশ্লেষণে আরও দেখা গেছে, ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের নাম, যেমন ‘চার্লস’, ‘জর্জ’, এবং ‘হ্যারি’ বর্তমানে আগের তুলনায় কম জনপ্রিয় হয়ে উঠছে।
পাশাপাশি, আরবি নামের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, যেমন ‘আয়মান’ ও ‘হাসান’ নামের জনপ্রিয়তা যথাক্রমে ৪৭% এবং ৪৩% বৃদ্ধি পেয়েছে। মেয়েদের মধ্যে আরবি নামের জনপ্রিয়তার উদাহরণ হিসেবে ‘আইজাল’ নামটির জনপ্রিয়তা ৪৮% বৃদ্ধি পেয়েছে।
এটি স্পষ্ট করে তোলে যে, নামকরণে আধুনিক যুগের বহুসংস্কৃতির প্রভাব এবং বিশ্বজনীনতা ক্রমাগতভাবে পরিলক্ষিত হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post