সর্বশেষ

প্রবাসে দেখা গেল শাবানের চাঁদ, শুরু হয়েছে রমজানের দিন গণনা

Possible date for the start of Ramadan in Bangladesh revealed

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামী সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে শবে বরাতের তারিখ নির্ধারণের জন্য। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে শাবান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র শবে বরাতসহ রমজান মাসের আগমনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আকাশে ইতোমধ্যে শাবান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে গালফ নিউজ। অনুকূল আবহাওয়া পরিস্থিতির কারণে দিনের আলোতেই জ্যোতির্বিজ্ঞানীরা চাঁদের স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হন। এর মাধ্যমে দেশটিতে শাবান মাসের দিন গণনা শুরু হয়েছে এবং ২৯ বা ৩০ দিন পর পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আবুধাবি থেকে ১৪৪৭ হিজরি শাবান মাসের নতুন চাঁদের একটি অত্যন্ত বিরল ও উচ্চ–রেজোলিউশনের ছবি ধারণ করেছে। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে তোলা ছবিতে সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬.৭ ডিগ্রি।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সাধারণত দিনের বেলায় নতুন চাঁদ দেখা অত্যন্ত কঠিন, কারণ চাঁদের আলো সূর্যের কারণে ম্লান হয়ে যায় এবং চাঁদ সূর্যের নিকটবর্তী অবস্থানে থাকে। তবে সেদিন আকাশ পরিষ্কার থাকায় চাঁদ তুলনামূলকভাবে স্পষ্ট দেখা গেছে, যা চাঁদ পর্যবেক্ষণের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী ঘটনা।

আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের এই ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে পর্যবেক্ষণ কেন্দ্র। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার বলেছে, ইসলামী মাস নির্ধারণে এ ধরনের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং হিজরি ক্যালেন্ডারের নির্ভুলতা বৃদ্ধিতে সহায়তা করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup