সর্বশেষ

কোকোকে নিয়ে কটূক্তি খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা

Case filed against Amir Hamza in Khulna

আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান গ্রহণ করেন এবং তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আগামী ২৪ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

মামলাটি করেন কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি। বাদীর আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, ফেসবুকে প্রচারিত মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের বক্তব্যে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তি করা হয়, যা কোকোর পরিবার, বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মর্যাদাহানি করেছে।

এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে পড়ায় রাজনৈতিক নেতা ও অনুসারীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়ানোর শামিল বলেও দাবি করা হয়।

এদিকে, কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মুফতি আমির হামজা হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও জানানো হয়েছে।

মামলাটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে এখন সবার নজর রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup