সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

US makes visa bond mandatory for Bangladeshis

আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) প্রক্রিয়ায় নতুন আর্থিক শর্ত কার্যকর হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকা জানিয়েছে, ওই তারিখের পর যারা বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকতে পারে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে দেওয়া এক বিজ্ঞপ্তিতে দূতাবাস স্পষ্ট করে জানায়, ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ওপর এই নতুন শর্ত প্রযোজ্য হবে না। অর্থাৎ, আগে থেকেই যাদের ভিসা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত কোনো বন্ড জমা দেওয়ার প্রয়োজন নেই।

দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড জমা দেওয়া ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তৃতীয় পক্ষের ওয়েবসাইট, দালাল বা অননুমোদিত মাধ্যমের মাধ্যমে অর্থ পরিশোধ করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি রয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসা অনুমোদনের পর নির্ধারিত শর্ত যথাযথভাবে অনুসরণ করলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে। বন্ড ফেরতের প্রক্রিয়া ও শর্তাবলি নির্দিষ্ট নিয়মের আওতায় সম্পন্ন হবে।

নতুন এই শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য এবং আনুষ্ঠানিক নির্দেশনা যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ভিসা প্রত্যাশীদের বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র দূতাবাসের অফিসিয়াল সূত্র অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup