রাশিয়ায় কর্মরত ৩৫ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক চাকরিচ্যুত হয়ে দেশে ফিরেছেন। শনিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ফেরত আসা শ্রমিকরা অভিযোগ করেছেন, কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই তাদের নিয়োগকারী প্রতিষ্ঠান হঠাৎ করে চাকরি বাতিল করে দেশে পাঠিয়েছে।
প্রবাসীরা জানান, রাশিয়ায় কাজ করতে গিয়ে প্রত্যেকের গড়ে প্রায় সাত লাখ টাকা পর্যন্ত ব্যয় হয়েছিল। দীর্ঘদিনের স্বপ্ন ও বিনিয়োগ নিয়ে বিদেশে গেলেও চাকরিচ্যুত হয়ে ফেরত আসায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। কর্মসংস্থান হারানোর পাশাপাশি আর্থিক ক্ষতির বিষয়টি তাদের পরিবারকেও বড় সংকটে ফেলেছে বলে জানান তারা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়া থেকে পর্যায়ক্রমে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ৩৫ জন শ্রমিক শনিবার দেশে ফিরেছেন। ফেরত আসা শ্রমিকদের মধ্যে গাইবান্ধা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দারা রয়েছেন।
আরও
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, প্রবাসী কল্যাণ ডেস্ক এবং সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির সমন্বয়ে বিমানবন্দরে ফেরত আসা কর্মীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে পরিবহন সুবিধা, প্রাথমিক দিকনির্দেশনা ও জরুরি সহায়তা অন্তর্ভুক্ত ছিল।
তিনি আরও জানান, দেশে ফেরার পর এসব প্রবাসী শ্রমিকের পুনর্বাসন ও জরুরি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। ভবিষ্যতে তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান সংশ্লিষ্টরা।











