সর্বশেষ

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

Armed attack on Hasnat Abdullah in Chittagong copy

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় এই হামলা সংঘটিত হয়। একই ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে হাসনাত আব্দুল্লাহ ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। আকস্মিক এই হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

হামলার পেছনে রাজনৈতিক সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া একাধিক ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাই যোদ্ধা জানান, সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনের একটি মনোনয়ন ইস্যুতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ এই হামলা চালিয়েছে বলে তাদের ধারণা। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের ওপর হামলা হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে হামলার ঘটনার পর দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও সহকর্মীরা। পাশাপাশি এনসিপি নেতা হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় আনার আহ্বান জানান। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup