সর্বশেষ

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র

19 20260114

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা এসেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক নতুন আদেশ অনুযায়ী, বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফক্স নিউজ বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির বরাতে জানায়, এই সিদ্ধান্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি কল্যাণ ভাতা বা ‘পাবলিক চার্জ’-এর ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন, তাদের প্রবেশ ঠেকানোই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। তিনি জানান, আমেরিকান করদাতাদের অর্থের অপব্যবহার রোধে ট্রাম্প প্রশাসন সংশ্লিষ্ট দেশগুলোর অভিবাসন প্রক্রিয়া পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ভিসা স্থগিত হওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, নেপাল, মিসর, রাশিয়া, থাইল্যান্ডসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও ক্যারিবীয় অঞ্চলের মোট ৭৫টি দেশ রয়েছে। এসব দেশের নাগরিকদের জন্য আপাতত নতুন করে কোনো ভিসা ইস্যু করা হবে না বলে জানানো হয়েছে।

এ আদেশের আওতায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাস ও কনস্যুলেটগুলোকে বিদ্যমান আইনের ভিত্তিতে সংশ্লিষ্ট আবেদনকারীদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ কতদিন কার্যকর থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। অভিবাসন প্রক্রিয়ার পূর্ণাঙ্গ পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে উচ্চশিক্ষা, চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাওয়ার অপেক্ষায় থাকা হাজারো মানুষ অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষার্থী ও

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup