সর্বশেষ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

Bangladesh's new achievement in Guinness World Records

বিজয়ের মাসে আন্তর্জাতিক অঙ্গনে এক অনন্য স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় পরিচালিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড স্থাপন করেছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত ও সাহসী স্কাইডাইভারদের অংশগ্রহণে এই ব্যতিক্রমী কীর্তি অর্জিত হয়েছে। অভিযানে বিডার আশিক চৌধুরীসহ একদল দক্ষ প্যারাট্রুপার অংশ নেন।

আইএসপিআর জানায়, ‘Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’ শিরোনামে এই রেকর্ডটি অর্জন করেছে ‘টিম বাংলাদেশ’। প্যারাশুট জাম্পের সময় আকাশে একসঙ্গে লাল-সবুজের ৫৪টি জাতীয় পতাকা উড্ডয়ন করে, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়। পুরো উদ্যোগটির পরিকল্পনা ও বাস্তবায়ন করে সশস্ত্র বাহিনী বিভাগ (আর্মড ফোর্সেস ডিভিশন)।

এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ‘টাইটেল হোল্ডার’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, এটি দেশের সামরিক সক্ষমতা, পেশাদারিত্ব ও সমন্বিত দক্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আইএসপিআর আরও জানায়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে বিশ্বমঞ্চে স্মরণীয় করে তোলা। একই সঙ্গে জাতীয় ঐক্য, সাহস ও সামর্থ্যের প্রতীক হিসেবে বাংলাদেশের পতাকাকে আন্তর্জাতিক অঙ্গনে গর্বের সঙ্গে উপস্থাপন করা। এই সাফল্য দেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup