সর্বশেষ

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

Visa

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৬ সালের বৈশ্বিক পাসপোর্ট র‍্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। এই সূচক অনুযায়ী, বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই অথবা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন।

প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছর সূচকের শীর্ষ তিনটি অবস্থানই দখল করেছে এশিয়ার দেশগুলো। তালিকায় এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯২টিতে ভিসামুক্ত প্রবেশাধিকার পান। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

ইউরোপীয় দেশগুলোর আধিপত্যও এবার সূচকে স্পষ্ট। ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে, যাদের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসামুক্ত যাতায়াত করতে পারেন। চতুর্থ স্থানে রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস ও নরওয়ে। পঞ্চম স্থানে অবস্থান করছে হাঙ্গেরি, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধার তালিকায় রয়েছে বাহামা, বার্বাডোজ, ভুটান, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দ, কোমোরো, কুক আইল্যান্ডস, জিবুতি, ডমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার ও মালদ্বীপসহ আরও বেশ কয়েকটি দেশ।

এছাড়া মাইক্রোনেশিয়া, মোজাম্বিক, নেপাল, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, শ্রীলঙ্কা, সিয়েরা লিওন, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভ্যালু ও ভানুয়াতুর মতো দেশেও বাংলাদেশিরা ভ্রমণ করতে পারবেন নির্দিষ্ট শর্তে। তবে এসব গন্তব্যের কিছুতে অন-অ্যারাইভাল ভিসা এবং কিছু দেশে ই-ভিসা গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, পাসপোর্ট সূচকে বাংলাদেশের এই অগ্রগতি আন্তর্জাতিক ভ্রমণ ও বৈশ্বিক যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup