পবিত্র কাবা শরিফে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মী। ওমরাহ পালন করতে আসা এক যাত্রীকে নিজের জায়নামাজ দিয়ে নামাজ আদায়ের সুযোগ করে দিয়ে তিনি যে উদারতা ও সহমর্মিতার পরিচয় দিয়েছেন, তার স্বীকৃতি হিসেবে তাকে সম্মাননা প্রদান করেছে মক্কা সিটি কর্পোরেশন।
সোমবার (১২ জানুয়ারি) সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাবা চত্বরে দায়িত্ব পালনরত ওই বাংলাদেশি কর্মী এক অচেনা ওমরাহ যাত্রীকে নামাজ পড়তে সুবিধা করে দিতে স্বতঃস্ফূর্তভাবে নিজের জায়নামাজ এগিয়ে দিচ্ছেন। তার এই সাধারণ অথচ হৃদয়স্পর্শী আচরণ মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
মক্কা সিটি কর্পোরেশন এক বিবৃতিতে জানায়, হাজি ও ওমরাহ যাত্রীদের প্রতি আন্তরিক সেবা, দায়িত্ববোধ ও মানবিক আচরণের স্বীকৃতি হিসেবেই ওই কর্মীকে সম্মাননা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের মতে, এই উদারতা পবিত্র নগরী মক্কা এবং মসজিদুল হারামের মহান আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন।
আরও
বিবৃতিতে আরও বলা হয়, দয়া, সহানুভূতি ও নিঃস্বার্থ সেবার এই দৃষ্টান্ত অত্যন্ত সরল হলেও তা গভীর অর্থ বহন করে। পবিত্র স্থানগুলোতে কর্মরত সেবাকর্মীদের যে মানবিকতা ও নিষ্ঠা রয়েছে, এই ঘটনা তারই বাস্তব উদাহরণ।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ওই বাংলাদেশি কর্মীর প্রশংসা করেন। অনেকেই মন্তব্য করেছেন, কাবা শরিফে নীরবে দায়িত্ব পালন করে যাওয়া অসংখ্য কর্মীর মানবিকতা ও ত্যাগের প্রতিচ্ছবি হয়ে উঠেছে এই ঘটনা।











