সর্বশেষ

অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ, মানতে হবে ৮ শর্ত

Probashi ismail repoter

অবৈধ প্রবাসীদের জন্য লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় বৈধ হওয়ার সুযোগ চালু রাখা হয়েছে। এ সুযোগ আগামী ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, চলমান এই কর্মসূচির মাধ্যমে অনিয়মিত বা কাগজপত্রবিহীন প্রবাসীরা নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের অবস্থান বৈধ করতে পারবেন।

Maldives

বার্তায় উল্লেখ করা হয়, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া লিগ্যালাইজেশন প্রোগ্রামটি আগামী ২ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করলে সংশ্লিষ্ট প্রবাসীরা আইনগত ঝুঁকি এড়িয়ে বৈধভাবে মালদ্বীপে অবস্থানের সুযোগ পাবেন।

হাইকমিশন আরও জানায়, এই সুযোগ কাজে লাগাতে আগ্রহী প্রবাসীদের নির্ধারিত নিয়ম ও শর্ত মেনে দ্রুত আবেদন করার আহ্বান জানানো হচ্ছে। নির্ধারিত সময়সীমা অতিক্রমের পর অবৈধ অবস্থানের ক্ষেত্রে আইনগত জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। বৈধ হতে হলে ৮টি শর্ত মানতে হবে।

শর্তগুলো হলো-

১) আনডকুমেন্টেড কর্মী, যার বৈধ ওয়ার্ক পারমিট নেই।

২) আনডকুমেন্টেড কর্মী, যিনি কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড নন।

৩) আনডকুমেন্টেড কর্মী, যিনি বর্তমানে মালদ্বীপে অবস্থানরত।

৪) যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে আপনার ওয়ার্ক পারমিট ছিল, সেখানে বৈধ হওয়ার সুযোগ নেই।

৫) এই সুবিধার আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে।

৬) ৩১ ডিসেম্বরের পূর্বে যারা মিসিং রিপোর্ট হয়েছেন, তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন।

৭) বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে আপনাকে বৈধ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে। নিয়োগকর্তাদের জন্য শিগগিরই এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।

৮) আনডকুমেন্টেড কর্মী যারা অপারেশন কুরাঙ্গীর আওতায় বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন এবং বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি নেই, তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির https://forms.office.com/r/b4CP5SLIAK ফরম পূরণ করতে পারবেন। মন্ত্রণালয় পরবর্তীতে বিভিন্ন নিয়োগকর্তা বা কোম্পানির কাছে, যাদের লোকবল প্রয়োজন, জব ম্যাচিং বা কাজের জন্য আবেদনকারীর তথ্য সরবরাহ করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup