পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুর মৎস্য বন্দরে এক সৌদি প্রবাসীর বাড়ি থেকে এক গৃহবধূ ও তার কথিত প্রেমিককে আটক করার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। শনিবার গভীর রাতে স্থানীয় লোকজনের সন্দেহের ভিত্তিতে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক যুবকের নাম মো. শামিম। তিনি ধুলাসার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে। অপরদিকে আটক নারী সুরমা আক্তার (২৬), যিনি এক সন্তানের জননী এবং বর্তমানে সৌদি আরবে কর্মরত শামিম মিয়ার স্ত্রী। অভিযোগ রয়েছে, গত প্রায় দুই মাস ধরে ওই যুবকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত গভীর হলে প্রবাসীর বাড়িতে গৃহবধূ ও ওই যুবকের অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে স্থানীয়রা সেখানে গিয়ে দুজনকে আটক করেন। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে লোকজন জড়ো হতে থাকেন।
আরও
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এগিয়ে আসেন এবং উভয় পক্ষকে শান্ত করেন। এতে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় বলে জানান তারা।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহব্বত খান বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











