সর্বশেষ

ওমান, সৌদি ও কাতারগামী কর্মীদের জন্য ভিসা যাচাই সেবা চালু

Probasi nf71

ওমান, কাতার ও সৌদি আরবগামী বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা যাচাই প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে ‘আমি প্রবাসী’ অ্যাপে নতুন একটি বিশেষ সেবা চালু করা হয়েছে। এই সেবার মাধ্যমে বিদেশে যাত্রার আগেই প্রবাসী কর্মীরা নিজেদের ভিসার বৈধতা যাচাই করতে পারবেন। জরুরি এই সুবিধা পেতে ১৬৭৬৮ নম্বরে কল করলেই সেবা পাওয়া যাবে।

Visa probashi

রোববার (১১ জানুয়ারি) ‘আমি প্রবাসী’ অ্যাপ পরিচালনাকারী প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমান, কাতার ও সৌদি আরবগামী অভিবাসীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা রোধ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেবাটি ইতোমধ্যে চালু হয়েছে এবং আগ্রহীরা সরাসরি হেল্পলাইনে যোগাযোগ করে এটি ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী কর্মীরা হেল্পলাইনে কল করে ভিসাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য দিলে ‘আমি প্রবাসী’ টিম তা যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ভিসাটি বৈধ নাকি অবৈধ। কোনো ভিসার তথ্য সংশ্লিষ্ট সার্ভারে পাওয়া না গেলে গ্রাহককে সংশ্লিষ্ট দেশের দূতাবাসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে।

ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমোদন থাকলে তা এসএমএসের মাধ্যমে নিশ্চিত করা হবে। স্বল্প সার্ভিস ফি দিয়ে দ্রুত ও সহজ উপায়ে এই যাচাই সেবা নেওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে বিদেশে যাওয়ার আগে কর্মীরা প্রতারণার ঝুঁকি এড়িয়ে নিশ্চিন্ত হতে পারবেন।

এ বিষয়ে ‘আমি প্রবাসী’র প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তারিক একরামুল হক বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও স্বচ্ছ করাই তাদের মূল লক্ষ্য। দ্রুত ও নির্ভরযোগ্য ভিসা যাচাই সেবার মাধ্যমে ভিসা জালিয়াতির ঝুঁকি কমবে এবং প্রবাসীরা আত্মবিশ্বাসের সঙ্গে বিদেশে কাজ করতে যেতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup