সর্বশেষ

দুবাই যাওয়ার পথে বিমানবন্দরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

Banned Chhatra League leader arrested at airport en route to Dubai

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহজালাল আহমেদ শাওনকে দুবাই পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী একটি ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যাসহ মোট ছয়টি গুরুতর মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। চলতি বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গ্রেপ্তার হওয়া শাওন নরসিংদী সদর উপজেলার বানিয়াছল এলাকার বাসিন্দা এবং আবুল হাসিমের ছেলে। তিনি ২০২২ সালের ৩১ জুলাই নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার গণমাধ্যমকে বলেন, শাহজালাল আহমেদ শাওনকে আটকের প্রাথমিক তথ্য তারা পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করতে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশের একটি দল ঢাকায় গিয়ে ইমিগ্রেশন পুলিশের সঙ্গে সমন্বয় করছে।

তিনি আরও জানান, ইমিগ্রেশন পুলিশের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর শাহজালাল আহমেদ শাওনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup