সর্বশেষ

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

Indian Foreign Minister to visit Dhaka to pay last respects to Khaleda Zia

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বুধবার ঢাকায় আসছেন। মঙ্গলবার ভারত সরকার এ সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাস, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার একে একে এসব মিশন তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে বার্তা দিয়ে সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা ও তার পরিবারের প্রতি সমবেদনা জানায়।

সরকার খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি থাকবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জানাজার আগে ও পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ থাকবে।

এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে জাতীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup