সর্বশেষ

তারেকের আমজনতার দলে যোগ দিলেন হিরো আলম

Hero Alam joins Tarek's Aam Janta party

সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন। রবিবার সন্ধ্যায় তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে ‘আমজনতার দলে’ যোগ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে হিরো আলম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি এই দলের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

হিরো আলম বলেন, আগামী নির্বাচনে স্বতন্ত্র হিসেবে নয়, বরং একটি রাজনৈতিক দলের ব্যানারে অংশগ্রহণ করার সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন। এ লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হলেও আদর্শগত কারণে বেশ কয়েকটি দলের প্রস্তাব তিনি গ্রহণ করেননি। বহু আলোচনার পর ‘আমজনতার দল’-এর প্রতি তার আস্থা জন্মায় এবং তিনি শেষমেশ এ দলে যোগদানের সিদ্ধান্ত নেন।

তার বক্তব্য অনুযায়ী, দলের চেয়ারম্যান মো. তারেক রহমানের সঙ্গে কয়েক দফা আলাপের পর তিনি দলের কর্মসূচি, নীতি এবং সাধারণ মানুষের উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির বিষয়গুলো বিবেচনা করে যোগদানে সম্মত হন। হিরো আলম জানান, আজই সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয়ভাবে তার নির্বাচন করার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণকে নতুন রূপান্তর হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। বিভিন্ন উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও এবার প্রথমবারের মতো তিনি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করতে যাচ্ছেন।

আগামী নির্বাচনকে সামনে রেখে ‘আমজনতার দল’-এ হিরো আলমের যোগদানকে দলীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তার জনপ্রিয়তা ও ভিন্নধর্মী প্রচারণা এ দলে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন দলীয় নেতারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup