ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। হামলায় জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানাতে রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
মন্ত্রণালয় হামলাকারীদের অনুপ্রবেশের সম্ভাবনা নিয়ে সতর্কতা জারি করে এবং জানায়, ভারতের কর্তৃপক্ষ যেন সীমান্তে নজরদারি জোরদার করে। একই সঙ্গে অভিযোগ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ পাচ্ছেন। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের এমন চেষ্টায় বাংলাদেশ সরকার উদ্বেগ প্রকাশ করে এবং বিষয়টি ভারত সরকারের নজরে আনতে অনুরোধ জানায়।
এর আগে দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মতিঝিল দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে খুব কাছ থেকে হাদির মাথায় লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবর্ষণের পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
আরও
আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থা অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঘটনাটি কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।











