জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে দূতাবাস স্থাপনের পরিকল্পনা জানিয়েছে আজারবাইজান। এর মাধ্যমে ঢাকা–বাকু কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে দুই পক্ষ আশা প্রকাশ করেছে।
রোববার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে আজারবাইজান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের দুই কন্যা—লায়লা আলিয়েভা ও আরজু আলিয়েভা—এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক, পরিবেশগত এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির নানা সম্ভাবনা তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা বলেন, তার পূর্ববর্তী বাকু সফর ও কোপ–২৯ সম্মেলনের আলোচনার ধারাবাহিকতায় বাংলাদেশ–আজারবাইজান বাণিজ্য, জ্বালানি ও অর্থনৈতিক খাতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
আরও
লায়লা আলিয়েভা প্রধান উপদেষ্টার কাছে প্রেসিডেন্ট আলিয়েভের শুভেচ্ছা পৌঁছে দিয়ে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে যৌথ উদ্যোগের প্রতি আগ্রহ ব্যক্ত করেন। সফরকালে তিনি ও আরজু আলিয়েভা ঢাকার একটি অনাথ ও অভিভাবকহীন শিশুদের সহায়তাকারী প্রতিষ্ঠানও পরিদর্শন করেন। তারা জানান, হেইদার আলিয়েভ ফাউন্ডেশন ও আইডিয়া পাবলিক ইউনিয়ন বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে মানবিক, যুব উন্নয়ন, স্বেচ্ছাসেবা ও পরিবেশ–সংরক্ষণমূলক প্রকল্প বাস্তবায়নে আগ্রহী।
বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেইনলি বৈঠকে বলেন, আগামী জাতীয় নির্বাচন শেষে ঢাকায় আজারবাইজানের দূতাবাস চালুর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টার অনুরোধের পর এই উদ্যোগ গতি পেয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।










