সর্বশেষ

মালয়েশিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

Bangladeshi student receives best student award in Malaysia

মালয়েশিয়ার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার (আইআইইউএম) ৪১তম সমাবর্তনে ‘ওভারঅল বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী ইফতেখার জামিল ফুয়াদ। রাজধানী কুয়ালালামপুরে আয়োজিত এ সমাবর্তনে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চ সম্মাননা অর্জন করে তিনি দেশের জন্য গৌরব বয়ে আনেন। সমাবর্তন অনুষ্ঠানটি ৬ ডিসেম্বর শুরু হয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

ঢাকার লালবাগের বাসিন্দা ফুয়াদ ফিক্হ ও উসুল আল-ফিক্হ বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। সিজিপিএসহ একাডেমিক উৎকর্ষতা এবং সহ-পাঠক্রমিক অবদানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় ও ফ্যাকাল্টি উভয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মনোনীত হন তিনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গভীর অধ্যয়ন, সুশৃঙ্খলতা ও ইসলামী জ্ঞানচর্চায় তাঁর দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে।

ফিক্হ ও উসুল আল-ফিক্হ বিভাগ এক বিবৃতিতে ফুয়াদের এই সাফল্যকে বিভাগের জন্য গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করেছে। তারা তাঁর জ্ঞান, চরিত্র এবং বিশ্ব মুসলিম সমাজের সেবায় ভবিষ্যৎ অবদান কামনা করে দোয়া জানিয়েছেন।

সম্মাননা অর্জনের পর ইফতেখার জামিল ফুয়াদ বলেন, এই অর্জন তাঁর পরিবারের সদস্য, শিক্ষক, মেন্টর ও সহপাঠীদের সহযোগিতা ছাড়া সম্ভব হতো না। তিনি সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও গবেষণা ও জ্ঞানচর্চায় নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup