সর্বশেষ

কিউআর কোড স্ক্যান না করলে বাতিল হবে প্রবাসীদের ব্যালট

Expatriate ballots will be canceled if the QR code is not scanned

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী, প্রতিটি ব্যালটে দেওয়া কিউআর কোড স্ক্যান করে ভোট প্রদান বাধ্যতামূলক; স্ক্যান ছাড়া প্রেরিত ব্যালট বাতিল বলে গণ্য হবে।

সোমবার ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, বিদেশে পাঠানো প্রতিটি ব্যালটেই একটি বিশেষ কিউআর কোড সংযুক্ত থাকবে, যা স্ক্যান করার মাধ্যমে ভোটারকে নিশ্চিত করতে হবে যে ব্যালটটি বৈধভাবে ব্যবহৃত হচ্ছে। তিনি বলেন, অতীতে প্রচলিত পোস্টাল ব্যালট পদ্ধতি কার্যকর ছিল না, তাই আধুনিক প্রযুক্তিনির্ভর আইটি-সাপোর্টেড ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এবং প্রবাসীদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে।

ইসির কর্মকর্তারা আরও জানান, বিশ্বব্যাপী প্রবাসীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এরপর ২৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। নিবন্ধন সম্পন্ন হলে ডাকযোগে ভোটারদের ঠিকানায় ব্যালট পাঠানো হবে এবং ভোট প্রদান শেষে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।

নির্বাচন কমিশন জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুরুতে প্রবাসীদের জন্য ১০ লাখ ব্যালট ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং দীর্ঘমেয়াদে ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ইসি মনে করছে, নতুন এই পোস্টাল ব্যালট ব্যবস্থা প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াবে এবং জাতীয় নির্বাচনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup