সর্বশেষ

ভূমিকম্পের পরেই ঘূর্ণিঝড় এর সংকেত

Dhakaprokash Hurricane medium

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টার ব্যবধানে তিন দফা ভূমিকম্পের আতঙ্কের রেশ কাটতে না কাটতেই এবার ধেয়ে আসছে বড় ধরনের ঘূর্ণিঝড়। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’-এ রূপ নিতে পারে। আগামী ১ বা ২ ডিসেম্বর এটি বাংলাদেশ অথবা ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার প্রবল আশঙ্কা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ২৫ থেকে ২৭ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৮ থেকে ২৯ নভেম্বরের মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে মধ্য ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে। আবহাওয়াবিদদের মতে, পরিবেশ অনুকূলে থাকলে এটি দিক পরিবর্তন করে সরাসরি বাংলাদেশের উপকূলের দিকে ধাবিত হতে পারে।

সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে, যা দুই থেকে তিন দিন স্থায়ী হবে। প্রাথমিক বিশ্লেষণে রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আঘাত হানবে, তা নিশ্চিত হতে আরও কয়েক দিন পর্যবেক্ষণের প্রয়োজন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup