ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে তিন জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ঘটে যাওয়া এ ভূকম্পনে রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন জানান, বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিন জন নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসি) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল ছিল নরসিংদী এলাকায়। ভূমিকম্পটি স্বল্প সময় স্থায়ী হলেও এর প্রভাব ঢাকার বিভিন্ন স্থানে স্পষ্টভাবে অনুভূত হয়।
আরও
হঠাৎ কম্পনে রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক এলাকা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানেও সাময়িকভাবে কাজকর্ম বন্ধ হয়ে যায়। অনেকে ভবন থেকে নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে বেরিয়ে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প নিয়ে উদ্বেগ ও অভিজ্ঞতা শেয়ার করেন অনেকে।
এদিকে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভূমিকম্পটি ভারতের পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতা ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অতিরিক্ত সতর্কতা নেওয়ার পরামর্শ দিয়েছে।











