সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর শিক্ষকের প্রথম স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, তাড়াশ পৌরসভার শোলাপাড়া গ্রামের বাসিন্দা এবং রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রেখে আসছিলেন। কয়েক দিন আগে শিক্ষক মনোয়ার রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান।
পরবর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে গত মঙ্গলবার স্ত্রী শামীমা জাহান খুটিগাছার তালপুকুরপাড়ায় সাদিয়ার বাড়িতে যান। সেখানে তিনি স্বামী মনোয়ার ও ছাত্রী সাদিয়াকে একই কক্ষে দেখে কারণ জানতে চাইলে সাদিয়ার স্বজন ও মনোয়ার ক্ষিপ্ত হয়ে তাকে অশোভন আচরণ এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেন।
আরও
নিজেকে নিরাপত্তাহীন মনে করে শামীমা জাহান বুধবার সন্ধ্যায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দেন। তিনি জানান, এর আগে স্বামী মনোয়ার স্কুলের আরেক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক করে আলোচনায় এসেছিলেন। পরিবার ও সমাজের মানসম্মান রক্ষায় তিনি বিষয়টি চাপা রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু এবার আর পর্যাপ্ত সহ্য করতে না পেরে আইনের আশ্রয় নিয়েছেন।
অভিযোগের বিষয়ে কথা বলতে ফোন করা হলে শিক্ষক মনোয়ার হোসেন বিয়ের বিষয়টি অস্বীকার করেন। তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান জানান, তিনি বাইরে কাজে ব্যস্ত থাকায় বিস্তারিত জানা হয়নি; অভিযোগটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











