আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা) আসন থেকে ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী প্রার্থী হচ্ছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার (১৯ নভেম্বর) বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে এই তথ্য সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, দলটির পক্ষ থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানো উদ্দেশ্যমূলক হতে পারে— তাই যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক খবর বিশ্বাস না করার আহ্বান জানাচ্ছে দলটি।
এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট, পেজ এবং গ্রুপে আজহারীর মনোনয়ন পাওয়ার দাবি প্রচারিত হতে থাকে। অনেকেই তা সত্য ভেবে তাকে অভিনন্দন জানানো শুরু করেন, যা আরও বিভ্রান্তি তৈরি করে। পরে দলটির বক্তব্যে বিষয়টি স্পষ্ট হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও
ঢাকা-৫ আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক এলাকা হিসেবে বিবেচিত। এবারের নির্বাচনে এ আসনে নতুন প্রার্থী নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বর্তমানে কামাল হোসেন নামে এক প্রার্থী জামায়াতের হয়ে মাঠপর্যায়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জামায়াতের পক্ষ থেকে আবারও বলা হয়েছে, মিজানুর রহমান আজহারীর প্রার্থীতা সংক্রান্ত খবর সম্পূর্ণ অসত্য— ভোটার ও সাধারণ জনগণকে এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।











