মাদারীপুরের রাজৈরে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে দালাল চক্রের এক দম্পতিকে যশোর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এই দম্পতি দীর্ঘদিন ধরে প্রবাসে পাঠানোর নামে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজৈর উপজেলার ইশিবপুর এলাকার আলতাপ খানের ছেলে জহিরুল ইসলাম সিলন খান (৪০) এবং সাইদুল ইসলাম খন্দকারের মেয়ে নুর নাহার কনা (৩৪)। পুলিশ জানায়, জহিরুল ইসলাম সিলন খান সিআর মামলা ৪২৫/২৩–এর পলাতক আসামি ছিলেন এবং তার স্ত্রী নুর নাহার কনা সিআর ৯০/২৪ মামলায় অভিযুক্ত হিসেবে নাম ছিল।
ভুক্তভোগী এডভোকেট ইমন হোসেন অভিযোগ করেন, অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে প্রথমে দম্পতিকে ২২ লাখ টাকা দেন তিনি। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে তারা ২১ লাখ টাকার একটি চেক দেন, যা পরবর্তীতে বাউন্স হয়। এর ভিত্তিতে মামলা হলে র্যাব–৬ যশোর ও রাজৈর থানার সহায়তায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
আরও
পুলিশ বলছে, প্রাথমিক তথ্যে জানা গেছে—এই দম্পতি প্রবাসে পাঠানোর নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোট চার কোটি ৩৬ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ইতোমধ্যে থানায় জমা পড়েছে।
রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ খান জানান, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে এবং আরও ভুক্তভোগী সামনে আসতে পারেন। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।











