সর্বশেষ

দেশের সব বিমানবন্দরে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি

Airport 1760016462

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে বিশেষ সতর্কতা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বেবিচকের সদর দপ্তর থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

সাম্প্রতিক সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো হাউজে অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই বিমানবন্দরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছিল। এবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে বেবিচক অতিরিক্ত সতর্কতা নেওয়ার নির্দেশ দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সব বিমানবন্দরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দর এলাকায় টহল ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও রাখতে বলা হয়েছে।

এ ছাড়া, সব বিমানবন্দরে সর্বোচ্চ সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ফায়ার সার্ভেইল্যান্স কার্যক্রমও জোরদার করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই সংস্থার সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, জনস্বার্থে বিমানবন্দর নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নিষিদ্ধ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে রাজধানীসহ বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। ইতোমধ্যে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup