সুন্দরবনে নৌকাডুবির তিন দিন পর যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি নারী পর্যটক রিয়ানা আবজাল (২৮)–এর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১০ নভেম্বর) সকালে মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি জানান, গত ৮ নভেম্বর ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল এলাকায় ঘুরতে যান। দুপুরে তাদের জালিবোটটি ঢাংমারি খাল এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও রিয়ানা নিখোঁজ ছিলেন। পরে ঘটনাটি কোস্টগার্ডকে জানানো হলে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

আরও
দুর্ঘটনার পর কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটককে খুঁজতে তল্লাশি চালায়। টানা তিন দিনের অনুসন্ধানের পর সোমবার সকালে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখা যায়।
কোস্টগার্ড জানায়, মরদেহ উদ্ধারের পর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে তা চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়ানা আবজাল যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তার পারিবারিক শিকড় বাংলাদেশে। দেশে বেড়াতে এসে তিনি সুন্দরবন ভ্রমণে অংশ নেন। এই দুর্ঘটনায় পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।











