সর্বশেষ

শাপলা প্রতীক না দিলে ধানের শীষও বাদ দিতে হবে : হাসনাত

Hasnat

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যদি এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়া হয়, তবে ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে। তিনি দাবি করেন, শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা কেউ সৃষ্টি করতে পারবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশন (ইসি) তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। তিনি বলেন, “নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল এখন অন্য কারও হাতে। আগারগাঁও থেকে কমিশন পরিচালিত হওয়ার কথা থাকলেও এখন তা অন্য জায়গা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।”

ইসিকে হুঁশিয়ার করে এনসিপির এই নেতা আরও বলেন, “বর্তমান কমিশন স্বৈরাচারী আচরণ করছে। আওয়াল কমিশনের চেয়েও নিচুস্তরের সিদ্ধান্ত নিচ্ছে তারা। দায়িত্ব অবহেলার পরিণতি ভালো হবে না। আমরা ইসিকে আহ্বান জানাই—আইন মেনে সিদ্ধান্ত নিন, স্বেচ্ছাচারিতা পরিহার করুন।”

তিনি অভিযোগ করে বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল আমাদের শাপলা প্রতীক দাবি থেকে সরাতে হুমকি দিচ্ছে। কিন্তু শাপলা যেমন জাতীয় প্রতীক, তেমনি ধানের শীষও। যদি শাপলা না দেওয়া হয়, তবে ধানের শীষও বাদ দিতে হবে। ইসি যদি এই প্রতীক না দেয়, তাহলে আমাদের নিবন্ধনেরও প্রয়োজন নেই।” বৈঠকে উপজেলা এনসিপির ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে জেলা সদস্য রবিউল মনি চৌধুরী, মজিবুর রহমান, মাহমুদুল হাসান ও সাইফুল ইসলামসহ দলীয় নেতারা বক্তব্য দেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup