সর্বশেষ

এনসিপি শাপলা প্রতীকে নির্বাচনে অংশ নেবে: সারজিস

All political parties except bnp are now in shahbagh sarjis

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক নিয়েই আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বলে ঘোষণা দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি স্পষ্ট করে বলেন, দলটি অন্য কোনো প্রতীক ব্যবহার করবে না।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সারজিস আলম বলেন, “শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। তাই আমরা এই প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”

Capture 20251006 154417731

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কমিশন যেন তাদের সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং কোনো প্রভাবের বাইরে থেকে ন্যায়সংগত সিদ্ধান্ত গ্রহণ করে।

সারজিস আলম আরও বলেন, “যদি নির্বাচন কমিশন কোনো চাপে পড়ে আমাদের বৈধ প্রতীক না দেয়, তাহলে আমরা মনে করব কমিশন জনগণের আস্থা হারিয়েছে।” তিনি জানান, নভেম্বরের মধ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

সংবাদ সম্মেলনে নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক এসএম জার্জিস কাদির বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ম-সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ম-সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup