সর্বশেষ

দ্রুতই দেশে ফিরব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান

Tarique rahman acquitted of all charges and sentences

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসবেন এবং আসন্ন নির্বাচনে অংশ নেবেন। বিবিসি বাংলার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে তিনি দলের নির্বাচনী কৌশল, আওয়ামী লীগের রাজনীতি, নেতাকর্মীদের ভূমিকা ও বিচার, এবং বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতিসহ সমসাময়িক নানা বিষয় নিয়ে বিএনপির অবস্থান প্রকাশ করেছেন।

দেশে ফেরার প্রশ্নে তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে এখনো ফেরাটা সম্ভব হয়নি। তবে সময় এসেছে বলে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরব। রাজনীতিতে একজন কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক। জনগণ যে প্রত্যাশিত নির্বাচন চাইছে, সেই সময় আমি তাদের সঙ্গে থাকব।”

নিরাপত্তার শঙ্কা নিয়ে প্রশ্নে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময় নানা শঙ্কার কথা শোনা গেছে। সরকারের বিভিন্ন ব্যক্তি ও মিডিয়ার মাধ্যমে বিভিন্ন শঙ্কা প্রকাশিত হয়েছে। তবে তিনি নিজের রাজনৈতিক অবস্থান ও দায়িত্বকে গুরুত্ব দিয়ে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট করেছেন, নির্বাচনের সময় তিনি জনগণের কাছে থাকবেন এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup