জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশনের প্রতীক নির্বাচনে ‘মুলা’ ও ‘বেগুন’ মার্কা তাদের রুচিবোধের পরিচায়ক। তিনি মনে করেন, এসব প্রতীক ভোটারদের কাছে হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা একটি জাতীয় প্রতিষ্ঠানের জন্য মর্যাদাহানিকর।
রোববার (৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, মানুষের হাসির খোরাক জোগানো প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় থাকা তাদের সংবেদনশীলতার অভাবই প্রকাশ করে। তিনি আশা প্রকাশ করেন, কমিশন এ বিষয়ে পুনর্বিবেচনা করবে এবং ভবিষ্যতে এমন প্রতীক অনুমোদনের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করবে।
আরও
তিনি আরও বলেন, এনসিপি আগামীর নির্বাচনে শাপলা প্রতীকেই অংশ নেবে। দলটি এর আগে সাদা বা লাল শাপলার প্রস্তাব দিয়েছিল। প্রয়োজনে শাপলার সঙ্গে কিছু যুক্ত করা হলে তাদের আপত্তি থাকবে না বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, কমিশন স্বেচ্ছাচারী আচরণ করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি কিছু প্রভাবশালী মহলের নির্দেশে কাজ করছে। এ বিষয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।











