সর্বশেষ

কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করা ভুল ছিল: নাহিদ

Nahid 20250225141955

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু উপদেষ্টাকে বিশ্বাস করা তার জীবনের সবচেয়ে বড় ভুলের মধ্যে একটি ছিল। সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের অনেককেই আস্থা দিয়ে প্রতারিত হতে হয়েছে। তিনি সতর্ক করে বলেন, প্রয়োজন হলে সেইসব উপদেষ্টাদের নাম প্রকাশ করা হতে পারে।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর ছাত্র প্রতিনিধিরা ড. ইউনূসের সরকারে যোগ দিয়েছিলেন। পরে একজন পদত্যাগ করার পর তরুণদের দল এনসিপি দায়িত্ব নেয়। বর্তমানে উপদেষ্টা পরিষদে এখনও দুইজন সদস্য রয়েছেন।

ছাত্রদের উপদেষ্টার আসনে থাকার বিষয়টি ভুল ছিল কি না, সেই প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “ছাত্ররা যদি উপদেষ্টার আসনে না থাকত, তাহলে সরকার তিন মাসও টিকত না।” তিনি আরও জানান, কিছু উপদেষ্টা ইতোমধ্যে সেফ এক্সিট নিয়ে ভাবছেন এবং রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

এনসিপি আহ্বায়ক উল্লেখ করেন, ৫ আগস্ট ক্যান্টনমেন্টে সেজদা দিচ্ছেন রাজনৈতিক নেতারা, ছাত্ররা নয়। এ মন্তব্যের মাধ্যমে তিনি রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্রদের অবদানকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

সংক্ষেপে, নাহিদ ইসলামের বক্তব্যে উঠে এসেছে উপদেষ্টা পরিষদের ওপর আস্থা রাখার ভুল, ছাত্র প্রতিনিধিদের প্রয়োজনীয় ভূমিকা এবং রাজনৈতিক নেতাদের আচরণের তুলনা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup