সর্বশেষ

সুস্থ আছেন সৌদি বাদশাহ, জানালেন প্রিন্স সালমান

সুস্থ আছেন সৌদি বাদশাহ,জানালেন প্রিন্স সালমান

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছেন সুস্থ আছেন সৌদি বাদশাহ। মঙ্গলবার (৮ অক্টোবর) মন্ত্রিসভার এক অধিবেশনে নেতৃত্ব দেওয়ার সময় এ তথ্য জানান যুবরাজ সালমান। এ সময় তিনি বলেন, যারা বাদশাহর স্বাস্থ্য সম্পর্কে জানতে চেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খবর আনাদোলুর।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এসপির প্রতিবেদনে বলা হয়েছে, মহামান্য ক্রাউন প্রিন্স দুই পবিত্র মসজিদের কাস্টোডিয়ানে স্বাস্থ্য সম্পর্কে সবাইকে আশ্বস্ত করেছেন। যারা বাদশার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে রোববার সৌদির রয়্যাল কোর্ট ঘোষণা করেন বাদশার ফুসফুসের প্রদাহের জন্য মেডিকেল পরীক্ষা করাবেন। এর আগে ২০২২ সালের মে মাসে রাজা এক কলোনোস্কোপি এবং অন্যান্য মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এছাড়াও তিনি ২০২০ সালে গলব্লাডার অপারেশনও করিয়েছিলেন।

বাদশা সালমান ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন, এর আগে তিনি দেড় বছরের জন্য ক্রাউন প্রিন্স হিসেবে ছিলেন।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=9D1bE__fQJc

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup