সৌদি আরবে চালু হলো আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর। সম্প্রতি দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে নবনির্মিত ‘আল-জৌফ আন্তর্জাতিক বিমানবন্দর’ উদ্বোধন করেছেন প্রদেশের আমির প্রিন্স ফয়সাল বিন নাওয়াফ এবং দেশটির পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল-জাসের। এর মধ্য দিয়ে অত্যাধুনিক বিমানবন্দরটি যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

নতুন বিমানবন্দরটি নির্মাণের ফলে ওই অঞ্চলের আকাশপথে যাতায়াতের সক্ষমতা আগের চেয়ে প্রায় নয় গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যেখানে আগে পুরোনো বিমানবন্দরটির বার্ষিক সক্ষমতা ছিল মাত্র ১ লাখ ৭৫ হাজার যাত্রী, সেখানে এই নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রতি বছর ১৬ লাখ যাত্রীকে উন্নত সেবা দিতে সক্ষম হবে।
আরও
প্রায় ২৪ হাজার বর্গমিটার জায়গা জুড়ে বিস্তৃত এই সুবিশাল এয়ারপোর্ট টার্মিনালে যাত্রী সুবিধার কোনো কমতি রাখা হয়নি। এখানে রাখা হয়েছে দুটি আধুনিক প্যাসেঞ্জার বোর্ডিং ব্রিজ এবং আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য মোট সাতটি ডিপার্চার গেট। দ্রুত সেবা নিশ্চিত করতে ১৬টি চেক-ইন কাউন্টার ছাড়াও স্বয়ংক্রিয় বা সেলফ-সার্ভিস অপশনও রাখা হয়েছে।
উন্নত প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে এতে সাতটি স্মার্ট গেট এবং পাসপোর্ট নিয়ন্ত্রণের জন্য পাঁচটি ডুয়াল কাউন্টার স্থাপন করা হয়েছে। এছাড়া বিমানবন্দরের ভেতর ১৭০০ বর্গমিটার বাণিজ্যিক এলাকা রাখা হয়েছে, যেখানে যাত্রীরা কেনাকাটা ও বিনোদনের সুবিধা পাবেন। বর্তমানে তিনটি স্থানীয় এয়ারলাইন্স এবং চারটি আন্তর্জাতিক বিমান সংস্থা এই বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।










