ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের জন্য চালু করা পোস্টাল ভোট ব্যবস্থাকে কেন্দ্র করে উদ্ভূত বিতর্ক ও অনিয়মের অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চল বিএনপি। এ লক্ষ্যে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হলে এক মতবিনিময় সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসাইনের কাছে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি নির্বাচনে অংশগ্রহণকারী দলের কিছু নেতার উদ্যোগে সাধারণ প্রবাসীদের প্ররোচিত ও প্রতারিত করে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। তাদের মতে, এ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকায় প্রবাসী ভোটারদের প্রকৃত মতামত সঠিকভাবে প্রতিফলিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পুরো প্রক্রিয়া নিয়ে প্রবাসীদের মধ্যে আস্থা সংকট দেখা দিয়েছে।
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার, নাগরিক অধিকার সুরক্ষা, দূতাবাসের দায়িত্ব এবং নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, প্রবাসীদের ভোটাধিকার একটি মৌলিক সাংবিধানিক অধিকার। এই অধিকার ক্ষুণ্ন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয়ে পড়বে। তাই পোস্টাল ভোট ব্যবস্থায় সম্ভাব্য কারচুপি ও অনিয়ম নিরপেক্ষভাবে তদন্ত করা অত্যন্ত জরুরি।
আরও
সভায় সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. গোলাম হাসনাইন সোহানসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসাইন নেতাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুরুত্ব দিয়ে উপস্থাপন করার আশ্বাস দেন। প্রমাণ সাপেক্ষে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার কার্যকরভাবে নিশ্চিত করতে পারলে রাষ্ট্র গঠনে তাদের অংশগ্রহণ বাড়বে এবং সংস্কারমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া সহজ হবে। এ ধরনের গঠনমূলক আলোচনা প্রবাসীদের ভোটাধিকার সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।











