সৌদি আরবের ওপর দিয়ে একটি শক্তিশালী শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। বুধবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত এই শীতল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাস অনুযায়ী, এ সময় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এনসিএম জানায়, শৈত্যপ্রবাহের প্রাথমিক প্রভাব পড়বে তাবুক, আল-জাওফ, উত্তর সীমান্ত অঞ্চল ও হাইল প্রদেশে। এসব এলাকায় বুধবার থেকেই তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১ থেকে মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে মদিনা অঞ্চলের উত্তরাংশেও রাত ও ভোরের দিকে কনকনে শীত এবং বরফ জমার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সপ্তাহের শেষভাগে শীতল বায়ুপ্রবাহ দক্ষিণ দিকে অগ্রসর হতে পারে। এর ফলে কাসিম অঞ্চল, রাজধানী রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উত্তরাংশে শুক্রবার ও শনিবার থেকে তাপমাত্রা দ্রুত হ্রাস পাবে। এসব এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রি থেকে ১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও
চলতি মৌসুমে সৌদি আরবে এ ধরনের তীব্র শীতল আবহাওয়া তুলনামূলকভাবে বিরল বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও অস্থির আবহাওয়ার পর এই শৈত্যপ্রবাহ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এ অবস্থায় এনসিএম স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার, উষ্ণ পোশাক ব্যবহারের এবং দীর্ঘ ভ্রমণে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় অনেক পরিবার ভ্রমণের পরিকল্পনা করায় আবহাওয়াজনিত ঝুঁকি বিবেচনায় নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।












